চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউপি উপ- নির্বাচনে দিপু মিয়াজী মনোনয়ন ফরম জমা

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের উপ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তরুণ প্রজন্মের অহংকার আগামী দিনের ভবিষ্যৎ মোঃ দিপু
মিয়াজী।

সোমবার ১৬ মে সকালে চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মামুন অর রশিদ উপস্থিতে মনোনয়নপত্র ফরমটি জমা দেন , ইউপি মেম্বার পদ প্রার্থী মোঃ দিপু মিয়াজী।

এসময় উপস্থিত ছিলেন, প্রার্থীর প্রস্তাবকারী মোঃ ছানাউল্লাহ বন্দুকসী, সমর্থনকারী ইব্রাহীম মিয়াজী ও মোঃ সবুজ মিয়াজী,আবুল হোসেন মিয়াজী, মোঃ শাহজাহান মিয়াজী, বাবুল বন্দুকসী, ইসমাইল, নজরুল মিয়াজী,হেদায়াতউল্লা, হুমায়ুন শেখ, মোস্তফা তপাদার,চলেমান, আলমগীর মিয়াজী, মোঃ মাসুদ বন্দুকসী , মোঃ ইমন মিয়াজী, মোস্তফা।

বালিয়া ইউনিয়নে গত ১১ নভেম্বর ২০২১ সালের ইউনিয়ন নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মরহুম মোঃ মুরাদ মিয়াজী মেম্বার প্রার্থী হিসেবে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী লাভ করেন। তিনি ছিলেন একজন অসহায় গরীব মেহনতি মানুষের
আপন জন তাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে পরের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর বরন করেন, তাহার সুযোগ্য সন্তান
একমাত্র পুত্র মোঃ দিপু মিয়াজী কে ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সাড়া দিয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে উৎসাহিত করেন, তার পরিপ্রেক্ষিত সে নির্বাচনে অংশ গ্রহন করতে রাজি হন। মোঃ দিপু মিয়াজী বালিয়া ইউনিয়নে সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে বেশ কিছু দিন দায়িত্ব পালন করে ছিলেন। এলাকায় মোঃ দিপু মিয়াজী জনপ্রতিনিধি ছাড়া অনেক ধরনের সেবা দিয়েছেন। অসহায় মানুষের পাশে রাতে দুপুরে সর্বসময় কাজ করে যান। সেই হিসেবে এলাকায় ভোটারদের মাঝে দিপু মিয়াজী কে নিয়ে অনেক আসা।
ইউপি প্রার্থী মোঃ দিপু মিয়াজী বলেন,আমাকে ৭ নং ওয়ার্ডের জনগণ যেভাবে সহযোগিতা দিয়ে নির্বাচনে অংশ করার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন,,, আমি নির্বাচিত হলে সে ভাবে জনগণের সাথে কাঁদে কাদ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *