চাদঁপুর জেলার কচুয়া পৌরসভায় ভিজিএফ’র চাউল বিতরণ

চাঁদপুর জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কচুয়া পৌরসভায় ভিজিএফর চাউল বিতরণ করা হয়। বুধবার (২৭ এপ্রিল) পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার বিনামূল্যে ৪ হাজার ৬ শত ২৬ জন উপকারভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন অন্তর নিজ কার্যালয় থেকে ৪ শত ৭৬ জনকে ১০ কেজি করে চাউল বিতরণ করে। বিতরনের সময় পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, তদারকী কর্মকর্তা কর নির্ধরক মো. মহসিন উপস্থিত আছেন। ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের রুমি নিজ কার্যালয় থেকে ২ শত ১৫ জনকে ১০ কেজি করে চাউল বিতরণ করে। বিতরনের সময় পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, তদারকী কর্মকর্তা কর আদায়কারী শীতল চন্দ্র ভৌমিক উপস্থিতিতে।

কচুয়া পৌরসভার অন্যন্য ওয়ার্ডে অনুরুপভাবে ১০ কেজি করে চাউল উপকারভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয়ে থাকে। পৌর মেয়র নাজমুল অলম স্বপন বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য অধিদপ্তরের ভিজিএফ চাউল প্রতিটি উপকারভোগী পরিবারকে তালিকা অনুযায়ী বিতরণ করে থাকি । আমি প্রধানমন্ত্রীকে এই চাদঁপুর জেলার কচুয়া উপজেলার পৌরসভার উপকারভোগী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ওনার দীর্ঘায়ু কামনা করি থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *