চাঁদপুর জেলা প্রতিনিধি : জমি অধিগ্রহণের সুযোগে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের বিষয়ে তথ্য সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে এবার তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। আজ মঙ্গলবার ” ভোরের পত্রিকাকে ” বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।
আরিফ সাদেক বলেন, দুদক কর্মকর্তা আতাউর রহমান আদালতে বিদেশযাত্রা নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে সেলিম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে এক অভিযানে সেলিম খানের বিরুদ্ধে ওঠা অনিয়ম দুর্নীতি অভিযোগের সত্যতা পায় দুদক। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের সুযোগে ৩৬০ কোটি টাকা লোপাটের চেষ্টা ও দীর্ঘদিন ধরে পদ্মা-মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার অভিযোগ ওঠে গত কয়েক মাস ধরেই। প্রাথমিকভাবে সত্যতার পর এখন আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করেন দুদক।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে দুদক সচিব মাহবুব হোসেন এসব তথ্য জানিয়ে বলেন, ‘চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের বিষয়ে পাওয়া অভিযোগ এবং তথ্যের পরিপ্রেক্ষিতে চলতি মাসের প্রথম দিকে দুদকের এনফোর্সমেন্ট টিম পাঠানো হয়েছিল। বেশ কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে।’