লক্ষ্মীপুরে আনাচে-কানাচে অসহায়দের খুঁজে খুঁজে ইদ উপহার দিচ্ছেন অধ্যক্ষ এম এ সাত্তার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের আনাচে-কানাচে গিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষ গুলোকে খুঁজে খুঁজে ইদ উপহার, ইফতার ও খাদ্যসামগ্রী দিচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এবং লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম বটতলী গ্রামের কৃতি সন্তান।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর-রামগতি সড়কের দুই পাশে বসবাসকারী নদীভাঙনে নিঃস্ব হওয়া অসংখ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ইফতার এবং ইদের নতুন কাপড় বিতরণ করেন অধ্যক্ষ এম এ সাত্তার। শুধু তাই নয়, লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম বটতলী থেকে শুরু করে ভবানীগঞ্জের মেঘনা বাজার পর্যন্ত সফরে তিনি পথে পথে গাড়ি থামিয়ে অসহায় মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন বলে জানা যায়।

এরআগে নিজ গ্রামে প্রায় তিনশ’ নারী-পুরুষ ও শিশুদের মাঝে ইদবস্ত্র ও ইদের সালামি হিসেবে নতুন ও চকচকের টাকার নোট বিতরণ করা হয়। সরাসরি অধ্যক্ষ এম এ সাত্তার ও তার স্ত্রীর হাত থেকে এসব ইদ উপহার পেয়ে খুশি অসহায় মানুষ গুলো।

জানা গেছে, উৎসব কিংবা দুর্যোগ সবসময়ই লক্ষ্মীপুরের মানুষের পাশে এভাবেই থাকার চেষ্টা করেন অধ্যক্ষ এম এ সাত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *