যুবলীগ নেতা রুপম হাওলাদারের ঈদ উপহার পেলো শতাধিক পরিবার লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের দেড়শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা ইউনুছ হাওলাদার রুপম। তিনি ব্যক্তিগত অর্থায়নে এ কার্যক্রমের আয়োজন করেন। আজ সকালে পৌর শহরের লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, চিনি, পেয়াজ ও সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে।

‘সংকটে, সংগ্রামে, মানবতার কল্যাণে মানবিক যুবলীগ সর্বদা নিয়োজিত” এ স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনা মোতাবেক এ খাদ্যসামগ্রী বিতরণের করেন যুবলীগ নেতা রূপম হাওলাদার। তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

যুবলীগের ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। অনুষ্ঠানে যুবলীগ নেতা রুপম হাওলাদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. আলমগীর হোসেনসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেণ, লক্ষ্মীপুরের দেড় শতাধিক সুবিধা বঞ্চিত অসহায় গরিব পরিবারের লোকজন।

যুবলীগ নেতা রুপম হাওলাদার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ‘দারিদ্রমুক্ত বাংলাদেশ’। সেই লক্ষ্যে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনা মোতাবেক অসহায়দের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। আগামী ১০ মে অসহায়দের মাঝে ঈদ পেশাক বিতরণ করা হবে। সমাজকে দারিদ্রমুক্ত করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে এবং দেশের সংকট মুহুর্ত করোনাকালীন সময় থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনা মোতাবেক জেলার প্রায় ৮/৯ হাজার সুবিধা বঞ্চিত পরিবারকে অর্থ, পোশাক ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন যুবলীগ নেতা রুপম হাওলাদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *