বাংলাদেশ থেকে ২৬ লাখ ভিডিও অপসারণ করেছে টিকটক

বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। ফেসবুকের চেয়েও বেশি সময় ব্যয় করে থাকে প্ল্যাটফর্মে। এর বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিরও বেশি।

টিকটক সম্প্রতি বাংলাদেশ থেকে ২৬ লাখ ৩৬ হাজার ৩৭২টি ভিডিও মুছে ফেলেছে। চীনভিত্তিক ভিডিও শেয়ারিং এই প্লাটফর্মটি গত বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২১) কমিউনিটি গাইডলাইনস রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে।

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে মুছে ফেলা ভিডিওর হিসেবে বাংলাদেশের অবস্থান সপ্তম।

গত বছরের ১ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বিশ্বজুড়ে সাড়ে ৮ কোটি ভিডিও অপসারণ করেছে টিকটক।

টিকটক কর্তৃপক্ষ বলেছে, কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করায় এই ভিডিওগুলোর ৯৪ দশমিক ১ শতাংশই পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়া হয়।

টিকটক এক বিবৃতিতে জানায়, আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা, দয়া ও সহনশীলতার ভিত্তিতে টিকটকে আমাদের কমিউনিটি গড়ে তোলা উচিত। আমাদের নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষকে ইতিবাচক ডিজিটাল সংযোগ তৈরিতে সহায়তার জন্য আমরা বদ্ধ পরিকর। আমরা চাই আমাদের ব্যবহারকারী নিজেদের মধ্যে সদাচার ও সম্প্রীতি বজায় রাখুক। মানুষকে নিরাপদ রাখার ক্ষেত্রে নিয়মের তো কোনো শেষ নেই। আমাদের সর্বশেষ প্রতিবেদন এবং প্রতিনিয়ত নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি এটাই দেখায় যে, আমরা কমিউনিটির কল্যাণের প্রতি সদা প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *