ঈদ যতই ঘনিয়ে আসছে কচুয়ায় বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় ততই বাড়ছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার পৌরবাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় স্কুল কলেজ পড়–য়া ছেলে ও মেয়ে ও তাদের অভিভাবকগন নিজেদের পছন্দের পোশাকটি কেনার জন্য বিপনী বিতানগুলোতে ভীড় করছে। কচুয়া পৌরসভার উল্লেখযোগ্য বিপনী বিতানগুলো হল তালুকদার সুপার মার্কেট, করিমউদ্দিন প্লাজা, মায়াজানপ্লাজা, মমতাজ টাওয়ার, মদিনা প্লাজা, টুইন টাওয়ার, কাপড়িয়া পট্টির নবী ক্লথ ষ্টোর, ঝিলমিল শাড়ী ঘর, মাতৃ বস্ত্রালয়, বাজারের মেইন গলীর সিয়াম বস্ত্র বিতান। অন্যান্য বছরের ন্যায় এ বছর ও ফ্যাশন জগতে নতুন ডিজাইনের হরেক রকমের পোশাক সামগ্রী বাজারে এসছে। কচুয়া পৌরসভার সর্বপ্রথম প্রতিষ্ঠিত তালুকদার সুপার মার্কেটের প্রতিটি দোকানে ক্রেতাদের উপছে পড়া ভীড়ের মধ্যেই চলছে কেনাকাটর কার্যক্রম। এবছর তুলনামূলক কম মূল্যে হরেক রকমের বাহারী পোশাক বিক্রি হচ্ছে বলে ক্রেতা সাধারন জানান। এদিকে বাজারের প্রতিটি দোকান ঘুরে দেখা যায়, সকাল থেকে মধ্য রাত পর্যন্ত দোকানীদের নিঃশ্বাস ফেলানোর ফুরসত নেই। এবছর প্রতিটি দোকানেই রেডিমেট শার্ট, প্যান্ট, পাঞ্জাবী, রাউন্ড ফ্রগ, লং ফ্রগ, লেহেঙ্গা, স্কার্ট, শাড়ি, কাপড়, থ্রী-পিছের ব্যাপক চাহিদা রয়েছে। তাই ঈদ যত ঘনিয়ে আসছে কেনা বেচাও ততটা জমে উঠেছে
বিভিন্ন মার্কেটের মালিকগন বলেন, বিগত বছরের তুলনায় এবছরও নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে এসেছে । এই ঈদে কারুকার্যে খচিত সম্পূর্ণ দেশীয় পন্য স্বল্পমূল্যে বিক্রি করে হচ্ছে। বাজারের মেইন গলির সিয়াম বস্ত্র বিতানের স্বত্বাধিকারী হুমায়ন কবির জানান, বাজারে পোশাকের দরদাম কম হলেও ক্রেতা ও কম।
নবী ক্লথ ষ্টোরের স্বত্তাধীকারী আলহাজ্ব আঃ মান্নান বলেন, অন্যান্য বছরের ন্যায় এ বছর আল্লাহর রহমতে আমাদের বেচা বিক্রি ভালো এবং আমরা ন্যায্য মূল্যে পোশাক বিক্রিয় করছি।
অপরদিকে হারুন এভিনিউ মার্কেটের টেইলারিং দোকানের মালিক আবদুল হান্নান জনান কারিগরগন ক্রেতাদের পছন্দের পাঞ্জাবী তৈরী করে নির্ধারিত তারিখে ডেলিভারী দেওয়ার রাত পর্যন্ত কাজ করছে।
ব্যাবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বলেন ঈদের সময় অনেক মানুষের ভীড়ে ছিনতাইকারী চক্র বেড়ে যায় সন্দেহজনক কাউকে দেখা গেলে আটক করে পুলিশে সোপর্দ করুন ।
ঈদ বাজারের সার্বিক বিষয়ে কচুয়া বাজার ব্যাবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা বলেন, সমগ্র উপজেলার ক্রেতা-বিক্রেতাদের কেনাকাটার সুবিধার জন্য বাজারে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে নির্বিগ্নে নারী পুরুষ যেকোন সময় বাজারে কেনাকেটা করতে পারে।মলম পার্টি, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা কোন অবস্থাতেই কোন প্রকার সমস্যা সৃষ্টি করতে পারছেনা। এবং কচুয়া বাজার ব্যাবসায়ী পরিচালনা সমিতির পক্ষ থেকে সকল ব্যবসায়ী ও ক্রেতাদের জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা।