সবক প্রদান ও ইফতার মাহফিল তাদরীসুল উম্মাহ হিফয মাদরাসা

ছবি : তাদরীসুল উম্মাহ হিফয মাদরাসা সবক প্রদান। ভোরের পত্রিকা।

লক্ষ্মীপুরের পৌর শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হলো তাদরীসুল উম্মাহ হিফয মাদরাসা লক্ষ্মীপুর সর্বপ্রথম নূরানী শিক্ষা প্রতিষ্ঠান। নবপ্রতিষ্ঠিত হিফজখানার সর্বপ্রথম হিফজুল কুরআনের সবক প্রদান উপলক্ষে দু’আ ইফতার মাহফিল আয়োজন করা হয়। ২৩ এপ্রিল (শনিবার) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব ইদ্রীস সাহেব (ভারপ্রাপ্ত প্রিন্সিপাল টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা) বক্তব্যে তিনি বলেন, কুরআনুল কারীম আল্লাহ তা’আলার কালাম, সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব। হিফজখানাসমূহে অবিরাম তিলাওয়াতে কুরআনের ফলশ্রুতিতেই এখনো সমাজে রহমত, বরকত জারি রয়েছে। তাই হিফজুল কুরআনের এ প্রতিষ্ঠান এলাকাবাসীর জন্য আল্লাহর তা’আলার বড়ই নিয়ামত। এ নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে হবে। তিনি আরও বলেন, হাফেজ সাহেবানরা আল্লাহপাকের বিশেষ রহমত এবং বিরল প্রতিভার অধিকারী। তাই তাঁরা আল্লাহপাকের ৩০ পারা কুরআনের আমানত বক্ষে ধারণ করার তাওফিক লাভ করেন। হিফজখানাগুলো এমনই হাফেজে কুরআন তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন-সুন্নাহর এ শিক্ষাধারার একনিষ্ঠ সহযোগী হওয়া আমাদের ঈমানী কর্তব্য।

সম্মানিত অভিভাবকদৃন্দসহ দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তাদরীসুল উম্মাহ হিফয মাদরাসা, হিফজখানা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নোমান উদ্দিন ।

এসময়কালে প্রতিষ্ঠানটি বৃহত্তর এলাকার কোমলমতি শিশুদের মাঝে সুশিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মধ্যদিয়ে আলোকিত শিক্ষাঙ্গন হিসেবে কৃতিত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই সাথে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে শিক্ষা কার্যত্রম পরিচালনায় ধারাবাহিকতায় আগামী শিক্ষাবর্ষে উন্নীত হতে চলেছে। দ্বীনি শিক্ষার বিপ্লব ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে এ প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করা ইসলাম অনুরাগীদের ঈমানী কর্তব্য। আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *