রামগঞ্জে সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা শেসে সিএনজি অটোরিক্সায় করে বাবার সাথে বাড়ী ফেরার পথে লক্ষ্মীপুর- রামগঞ্জ সড়কের দক্ষিণ হাজীপুর শাহী জামে মসজিদের সামনে শুক্রবার দুপুর সোয়া ১টায় সিএনজি- কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে মাহবুবা সুলতানা (২৬) নামের এক পরীক্ষার্থী নিহত হয়। তিনি আথাকরা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ আলমের স্ত্রী ও দুই সন্তানের জননী।

এ ঘটনায় মারাত্মক আহত হন মাহাবুবা সুলতানার বাবা মাহবুব আলম ও সিএনজি অটো রিক্সা চালক। তাদের দুইজনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, লক্ষ্মীপুর থেকে মাহাবুবা সুলতানাদের নিয়ে খুব বেপরোয়া গতিতে আসা সিএনজি (লক্ষ্মীপুর থ: ১১-৬৬৮৬) চালক দক্ষিণ হাজীপুর মসজিদের সামনের মোড়ে এসে সড়কের ডানপাশে চলে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ( ঢাকা মেট্রো ন: ১৫-৪৫৬৫) সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।দূর্ঘটনায় সিএনজি অটোরিক্সার সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাহাবুবা সুলতানার মৃত্যু হয়েছে।

রামগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের আত্মীয়দের কোন অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের সাথে কথা বলে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *