চাটখিলের দেলইয়া এলাকায় কৃষকের বসত বাড়ি দখলের অভিযোগ





নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দেলইয়া বাজার এলাকায় এক নিরীহ কৃষকের নিজ বসতবাড়ি দখলের অভিযোগ পাওয়া যায়।অসহায় কৃষক মোঃ জাফর এলাকার মোঃ শহীদুল্লাহর ছেলে।প্রতিবেশী সিরাজ ও ফিরোজ গং সহ ৭/৮ জনের একটি প্রভাবশালী গ্রুপ এই ঘটনার সাথে জড়িত বলে জানা গেছে। মোঃ জাফর কে বসত বাড়ি থেকে উচ্ছেদের জন্য প্রতিপক্ষ গ্রুপ একাধিকবার সসস্ত্র হামলা করেছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায় ভিকটিম জাফর একজন সহজ সরল ও নির্ভেজাল প্রকৃতির মানুষ।১২০ বছরের বৃদ্দ পিতাকে নিয়ে তিনি একটি ঝুপড়ি ঘরে অমানবিক জীবন ঝাপন করছেন।অন্য দিকে প্রতিপক্ষ সিরাজ ও ফিরোজ গং খুবই অত্যাচারী,দখলবাজ ও অসৎ প্রকৃতির লোক।এলাকাবাসী সুত্রে জানা যায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাবেক ২৪৫ হালে ১১৩ নং দেলইয়া মৌজার বিএস চুড়ান্ত ১৪০ নং খতিয়ানের বিএস ৪৭৭৫ দাগে ২২ ডিং আন্দরে ১.৩২ ডিং বিএস ৪৭৬৮ দাগে ০৭ ডিং আন্দরে ০.৪২ ডিং বিএস ৪৭৭৬ দাগ বসত বাড়ির জমি নিয়ে পারিবারিক দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে।

এ বিষয়ে আইনী প্রতিকার পেতে অসহায় কৃষক মোঃ জাফর ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় মামলা করে আইনের আশ্রয় গ্রহন করেন।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ,চাটখিল থানা ও সার্কেল এস পি অফিস কে ধারাবাহিক অবহিত করা হয়।

ভুক্তভোগী মোঃ জাফর অত্র ঘটনায় সুষ্ঠু ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *