বাবাকে বাঁচাতে চায় লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী সুমাইয়া, ফেসবুকে কাতর আবেদন

লক্ষ্মীপুর সরকারি কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮ – ১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া বিনতে শাখাওয়াতের বাবা গত ২ বছরে তিনবার স্ট্রোক করে বর্তমানে ব্লক হয়ে গেছে হার্টের ৯৭%। চিকিৎসায় এ পর্যন্ত দশ লাখ টাকা শেষ। হচ্ছে না অবস্থার উন্নতি। মাসে ঔষধ খরচে দরকার হয় অনেক টাকা।

পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া টিউশনি করে চলে। তাদের ৫ সদস্যবিশিষ্ট পরিবার। সুমাইয়া তার নিজের খরচে পড়াশুনা করে এবং ছোটো ভাই – বোনের খরচ চালায়। অসুস্থতার কারণে তার বাবা কোনো উপার্জন করতে পারে না। এখন তার বাবার এ অবস্থায় দুশ্চিন্তায় পড়ে গেছে সুমাইয়াসহ তার পুরো পরিবার।

সুমাইয়ার সাথে কথা বলে জানা যায়, তার বাবা সাখাওয়াত হোসেন ২০০৯ সাল থেকে হার্টের সমস্যায় ভুগছিলো। সেটা বাড়তে – বাড়তে ২০২০সালে এসে দুইবার হার্ট অ্যাটাক করেছে এবং পরে পরে ওনাকে ওপেন হার্ট সার্জারি করানো হয়েছে। এতে অনেক টাকা খরচ হয়েছে। এবং বর্তমানে প্রতিমাসে অনেক টাকার ঔষধ খরচসহ পরিবারের ভরণপোষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সুমাইয়া তার বাবার চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্য চেয়ে ফেসবুকে কাতর আবেদন করেন: যোগাযোগ: সুমাইয়া বিনতে সাখাওয়াত
01785256108 – ( নগদ ), 01925124692 – ( বিকাশ )।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *