সমকালীন পাঠক মনে সাড়া জাগানো কবি এম ডি সবুজ

সমকালীন পাঠক মনে সাড়া জাগানো কবি এম ডি সবুজ ডাক নাম (সবুজ হৃদয় ) ১৯৯৬ সালের ২০ জুলাই চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১০ নং উত্তর গোহট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়তুলাগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা বীর মুক্তিযুদ্ধা মো. আবুল হাসেম, মাতা. পেয়েরা বেগম। শৈশব পিতৃভূমিতেই কাটে । তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তিনি বড়তুলাগাঁও প্রাথমিক সরকারি বিদ্যালয় ও নূরপুর ল্যাবরোটরী উচ্চ বিদ্যালয় এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজে, মোহাম্মাদপুর কেন্দ্রিয় বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স (বাংলা বিভাগ) অধ্যায়ন শেষ করেন। ক্লাস অষ্টম শ্রেণীতে থাকা কালিন পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয় ( রক্ত পিপাসু মানব) এর পর এক এক করে ম্যাগাজিনে কবিতা প্রকাশ হতে থাকে। তিনি লিটল ম্যাগাজিন ত্রৈমাসিক স্বাক্ষর এর সম্পাদকের কাজ করেন। একক কাব্যগ্রন্থ, “কয়েক ফোটা রঙ”
যে সকল যৌথ কাব্যগ্রন্থে কবির কবিতা রয়েছে—
পদ্ম, কাব্যকন্ঠ, দুই বাংলার কবিতা, কোনখানে রাখিব প্রণাম। সৃজনশীল লেখার হাতেখড়ি শুরু হয় সপ্তম শ্রেণিতে অধ্যয়ন কালে। এরপর থেকে কবিতা, ছড়া, ছোটগল্প, উপন্যাস, অনুকাব্য লিখে চলেছেন। তিনি সর্বদা বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখেন।

‘কয়েক ফোঁটা রঙ’ কাহিনি কাব্যে ফুটে উঠেছে একটি ছোট্ট পরিবারের আত্ম কাহিনির চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *