কিয়েভে আবারও বিস্ফোরণের শব্দ

ইউক্রেনে রাশিয়ার হামলার ১৪তম দিন আজ। রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে কিয়েভ ও আশপাশের এলাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ধারাবাহিক বিস্ফোরণের খবর দিচ্ছেন।

এদিকে শহরজুড়ে আবারও বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

সাংবাদিকদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় কিয়েভে বিমান হামলার সাইরেন শোনা যায়।

এদিকে ইউক্রেনে রুশ হামলায় গত দুই সপ্তাহে ৪৭৪ জন নিহত হয়েছেন বলে পরিসংখ্যান দিয়েছে জাতিসংঘ। এর মধ্যে ১৭ শিশুও রয়েছে। আহত হয়েছেন ৮৬১ জন। ইউক্রেন দাবি করেছেন, তাদের প্রতিরোধে এ পর্যন্ত ১২ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। যদিও এই দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *