বাঁধা পড়তে নয়, বাধা ভাঙ্গতে এসেছি!

‘না’র বাঁধায় আটকে যাচ্ছে কত মেয়ে। সমাজের প্রতিটি ক্ষেত্রে হোক তা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা পরিবারে। তবে এবার ‘না’র শেকল ভাঙ্গার পালা। সমাজে সবার অবস্থান হবে সমানে সমান।

আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে Plan International Banglades’র আয়োজনে, মুস্তাকিম হাসান’র ধারণা ও গল্প ভাবনায়, রাকিবুল ইকবাল জিসান’র চিত্রনাট্য, স্ক্রিন প্লে ও সংলাপে এবং আরমান আহমেদ জিসানের নির্মাণে তৈরি হয় নারীর বিজয় গাঁথার একটি ক্যাম্পেইন ভিডিও।

এতে অভিনয়ে ছিলেন হৃদি, নুসরাত, নুসরাত রেজা খান, সৈকত ইসলাম, জিলান। সিনেমাটোগ্রাফি, সম্পাদনা এবং রঙ বিন্যাসে ছিলেন নাজমুল হাসান, সিজি : আরমান আহমেদ জিসান।

একটি ক্যাচ বাংলাদেশ প্রোডাকশনে সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে শ্যুটিং হয়েছে এই ক্যাম্পেইন ভিডিওটি। Plan International Banglades’র পেজে ভিটিওটি মুক্তির পরে স্যোশাল মিডিয়াতে বেশ সাড়া পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *