হাজার মানুষকে করোনা টিকা প্রদান

ছবি : ভোরের পত্রিকা

বগুড়ায় করোনা টিকা প্রদানের বর্ষপূর্তিতে ৭ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে। সোমবার শহরের বিসিক শিল্পনগরীতে গুঞ্জন গ্রূপের সহযোগিতায় ৫ হাজার মানুষকে করোনা টিকার ২য় ডোজ প্রদানে করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সকাল নয়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হয়। বিসিকে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডা, শফিউল আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু। এসময় গুঞ্জন গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক অনিন্দিতা হক গুঞ্জন উপস্থি ছিলেন। এছাড়া জেলার নিয়মিত টিকদান কেন্দ্রে টিকাদান অব্যহত রয়েছে। গত এক বছরে জেলায় প্রথম ডোজ পেয়েছেন ২৩ লাখ ৬৩ হাজার ৯৭৬ জন, ২য় ডোজ পেয়েছেন ১৩ লাখ ৭৮ হাজার ১৮২ জন, ৩লাখ ৩৪ হাজার ৩ শ শিক্ষার্থী পেয়েছে প্রথম ডোজ। এছাড়া বুস্টার ডোজ সহ টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৭শ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *