শিশুর জন্মনিবন্ধন করলেই উপহার

লক্ষ্মীপুরে শিশু জন্মের ৩৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই ৫০০ টাকা ও একটি গাছের চারা উপহার দেয়া হচ্ছে। সঠিক সময়ে সকল বাবা-মাকে সন্তানের জন্মনিবন্ধনে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভা। এতে শিশুর জন্মনিবন্ধন করতে উৎসাহিত হচ্ছেন অভিভাবকরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপণিবিতান মার্কেটের ৫ম তলায় ১৮ শিশুর জন্মনিবন্ধন করায় তাদের সনদপত্র, ৫০০ করে টাকা এবং একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ, আবুল খায়ের স্বপন প্রমুখ।

পৌরসভা সূত্রে জানা গেছে, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অনেক বাবা-মা সন্তানের জন্মনিবন্ধনে আগ্রহী হন না। অনেকে বিষয়টি নিয়ে অবহেলা করেন। অথচ জন্ম নিবন্ধন শিশুর জন্য গুরুত্বপূর্ণ। জন্মনিবন্ধনের মধ্য দিয়ে শিশুর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। তাই বাবা-মাকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *