লক্ষ্মীর ভাণ্ডার: নারী ক্ষমতায়ন, না বাড়তি ঋণের বোঝা?

ছবি : ভোরের পত্রিকা

নারী ক্ষমতায়নের লক্ষ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার৷ অথচ বিপুল ঋণের দায়ে ধুঁকছে রাজ্যের অর্থনীতি৷ তাই নগদ অর্থের বদলে অন্য জনমুখী প্রকল্প নেওয়া যেত কি না, এ প্রশ্ন উঠেছে৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি রক্ষায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সূচনা করেন৷ গত ২৩ জুলাই এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি৷

২০২১-২২ অর্থবছরে দুই কোটি নারীর অ্যাকাউন্টে মাসে মাসে টাকা পাঠানো হচ্ছে৷ তফসিলি জাতি-উপজাতির জন্য এক হাজার ও অনান্য নারীর ক্ষেত্রে মাসে ৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার৷ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এখন পর্যন্ত রাজ্য চার হাজার ৭৩ কোটি টাকা সহায়তা দেয়া হয়েছে৷ আগামী মার্চ পর্যন্ত প্রকল্পের জন্য বরাদ্দ সাত হাজার কোটি টাকা৷ পরবর্তী অর্থবছর থেকে প্রয়োজন হবে ১২ হাজার কোটি টাকা৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত দেড় কোটি নারী এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন৷ তাদের হাতে নিয়মিত ও দীর্ঘকালীন ভিত্তিতে টাকা পৌঁছে দেওয়ার মতো অবস্থা কি রাজ্যের কোষাগারের আছে?

গত মাসে পশ্চিমবঙ্গ সরকার বাজার থেকে তিনবার ঋণ নিয়েছে৷ তিন দফায় এক হাজার, আড়াই হাজার ও তিনহাজার কোটি অর্থাৎ মোট সাড়ে ছয় হাজার কোটি টাকা ঋণ নিতে হয়েছে৷ তার আগের মাসে, ডিসেম্বরে একই অঙ্কের টাকা দুই কিস্তিতে বাজার থেকে ঋণ নিয়েছিল৷ এমনিতে বামফ্রন্টকে সরিয়ে মহাকরণে প্রবেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরাধিকার সূত্রে ১.৯৩ লক্ষ কোটি টাকা ঋণ হিসেবে পেয়েছেন৷ তাই পশ্চিমবঙ্গের কোষাগারের স্বাস্থ্য ভালো নয়৷ বৃহস্পতিবার কলকাতার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী অর্থের অপচয় রোধ করার নির্দেশ দিয়েছেন আধিকারিকদের৷ একইসঙ্গে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন তিনি৷ তার দাবি, বিভিন্ন খাতে রাজ্যের ৯০ হাজার কোটি টাকা পাওনা৷ কেন্দ্র টাকা না মেটানোয় রাজ্যকে ঋণ নিতে হচ্ছে৷ ইয়াসের জেরে ক্ষতি হয়েছে ২২ হাজার কোটি টাকা৷ জিএসটির ক্ষতিপূরণ বাবদ টাকাও প্রাপ্য৷
সূত্র: ডি ডব্লিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *