রামগতি উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবা কার্যক্রম শুরু

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি উপ-স্বাস্থ্য কেন্দ্রের পুননির্মাণ কাজ শেষে সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের পুননির্মাণ কাজ শেষে সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: কামনাশিস মজুমদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের এক অংশ নদীতে ভেঙ্গে যাওয়ায় কারণে এটা বন্ধ ছিলো। পরবর্তীতে দীর্ঘ ৬ বছর পর উপ-স্বাস্হ্য কেন্দ্রটি পুনঃনির্মাণ করে উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা:কামনাশিস মজুমদার জানান, রামগতির দক্ষিণাঞ্চলের মানুষের বহুল কাঙ্খিত স্বপ্নের বাস্তবায়ন হলো এই স্বাস্থ্য কেন্দ্রটি পুনঃনির্মাণের মধ্য দিয়ে। এ বিশাল জনগোষ্ঠির জন্য এ উপ-স্বাস্হ্য কেন্দ্রটি দীর্ঘদিন বন্ধ ছিল।
এলাকাবাসীর দাবী এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) এর পাশাপাশি একজন মেডিকেল অফিসার নিয়মিত বসলে দক্ষিণাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *