
কিছু শর্ত সাপেক্ষে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা।
এ জন্য মেলা সংশ্লিষ্টদের করোনা ভ্যাকসিন গ্রহণের অনুরোধ জানিয়েছে বাংলা একাডেমি। রবিবার একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়।
তবে চিঠির বিষয়ে সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘বইমেলা নিয়ে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি। সরকারের তরফ থেকে নতুন করে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি।
দুই সপ্তাহ বইমেলা স্থগিত রাখার যে সিদ্ধান্ত আগেই হয়েছিল, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। তখন কিছু শর্তের মধ্যে ছিল বইমেলায় অংশগ্রহণকারী সবার ভ্যাকসিন সনদ নিশ্চিত করতে হবে। আমরা প্রকাশকদের ভ্যাকসিন নেয়ার বিষয়টি অবহিত করে চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন বুথ বসানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরেও চিঠি দিয়েছি। বইমেলার তারিখ চূড়ান্ত হয়নি।