রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু। ছবি : ভোরের পত্রিকা।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যায়নি।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪৬৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৪০ দশমিক ৮২ শতাংশ।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ১০৪ শয্যা করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৬৩ জন। তার মধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছে ৩৬ আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ২২ জন রোগী। আর করোনা এখনও ধরা পড়েনি এমন রোগী ভর্তি রয়েছে পাঁচজন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ৯ জন রোগী ভর্তি হয়েছে। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ৯ জন রোগী।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনা উপসর্গ নিয়ে যে চারজন মারা গিয়েছে তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফন করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *