ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ১৯

ছবি : ভোরের পত্রিকা।

ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া বন্যা ও ভূসিধসে ব্রাজিলের সাওপাওলো রাজ্যে সাত শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) দেশটির জননিরাপত্তা বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়। এখনও চারজন নিখোঁজ রয়েছেন। ব্যাপক বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই দুর্যোগের কারণে প্রায় ৫০০ পরিবার বাড়িঘর হারিয়েছে।

এ ছাড়া বৃহত্তর সাওপাওলোর বন্যাকবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এমবু দাস আর্তেস এবং ফ্রাঙ্কো ডা রোচা। ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে- ভার্জিয়া পাউলিস্তা, ক্যাম্পো লিম্পো পাউলিস্তা, জাউ, কাপিভারি, মোন্তেমোর এবং রাফার্ড এলাকা।

এদিকে সাও পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া ক্ষতিগ্রস্তদের জন্য ২৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে প্রবল বৃষ্টির কারণে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলজুড়ে বহু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে করে এসব এলাকার কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বন্যার কারণে মিনাস গেরাইস প্রদেশের খনি সংশ্লিষ্ট কর্মকাণ্ডও স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সূত্র: এবিসি নিউজ, রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *