তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চল; ১৪শ ফ্লাইট বাতিল

তুষারঝড়ে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। ভারি তুষারপাতে রবিবার দেশটির বিভিন্ন বিমানবন্দরে অন্তত এক হাজার চারশ ফ্লাইট বাতিল করা হয়েছে। ছবি : ভোরের পত্রিকা।

এছাড়া প্রায় সাড়ে ছয়শ ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। এর আগে শনিবারও ব্যাপক তুষারপাতে ৬শতাধিক ফ্লাইট বাতিল করা হয়। দুর্ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা রয়েছে। রোড আইল্যান্ডসহ বেশ কয়েকটি রাজ্যের গর্ভনররা রাস্তায় চলাচল সীমিত করার নির্দেশ দিয়েছেন। নিউইয়র্কের গর্ভনর জানান, সেখানে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে লং আইল্যান্ড শহর। এদিকে, ক্যারোলাইনার আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঝড়টি উত্তরের দিকে প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *