কচুয়া উপজেলার ইউপি নির্বাচনে ১০ নং গোহট উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রর্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে প্রার্থী মিজান নির্বাচিত হয়েছেন। ঘোষিত ফলাফলে মিজান মেম্বার হয়েছেন। মেম্বার নির্বাচিত হয়ে মিজান বলেন, আমার এই বিজয় শুধু আমার একার নয় এই বিজয় ১০ নং গোহট উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের। বিশেষ করে মুরব্বি, মা-বোনরা এবং তরুণরা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমিও আমার সর্বোচ্চ দিয়ে তাদেরকে সেবা দিয়ে যাব এবং তাদের পাশে থাকবো। সেই সাথে তিনি আরো বলেন, অনেকদিন থেকেই ১০ নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় জনসাধারণের সাথে কাজ করেছি। ইউনিয়ন পরিষদের কাজ সম্পর্কে তার অনেকটাই অভিজ্ঞতা রয়েছে তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে পরিণত করার কাজ করবেন। তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকায়, কারো প্রতি হিংসা-বিদ্বেষ না রেখে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় সমাজ ও দেশের জন্য কাজ করে যাবো। তার জন্য প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা, পরামর্শ ও দোয়া চেয়েছেন। এদিকে সমর্থক নেতাকর্মীরা দলে দলে ফুলের তোরা এবং ফুলের মালা দিয়ে সদ্য নির্বাচিত ১০ নং গোহট উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার মিজান কে বরণ করেন।
উল্লেখ্য, বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট চলে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট গ্রহন।