পঞ্চম শ্রেণি: বাংলা

ছবি : ভোরের পত্রিকা

নির্দিষ্ট বিষয়ের মূলভাব বুঝে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:

বনে সিংহের অত্যাচারে অন্য প্রাণীরা অতিষ্ঠ হয়ে ওঠে। শক্তির কারণে অহংকারী সিংহের দাপট ছিল অনেক বেশি। এই অত্যাচার কীভাবে বন্ধ করা যায় তা নির্ধারণ করতে বাঘ, ভালুক, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল পরামর্শ করতে বসে। অনেক চিন্তা-ভাবনা করেও তারা সিংহকে শায়েস্তা করার কোনো পথ খুঁজে পায় না। এদিকে সিংহের হুংকারে বনের পশুদের ওপর অশান্তি নেমে আসে। একদিন বনের অন্যান্য পশু মিলে অত্যাচারী সিংহকে একটি খাঁচার মধ্যে বন্দী করে রাখে। সবাই অত্যাচারী সিংহের হাত থেকে বাঁচার সুযোগ পায়। আনন্দ-উল্লাসে মেতে ওঠে বনের প্রতিটি প্রাণী।

প্রশ্ন ১। নিচের কয়েকটি শব্দ এবং ও অর্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো:

শব্দ অর্থ

দাপট প্রবল প্রতাপ

উল্লাসে পরম আনন্দে

শায়েস্তা শাস্তি, জব্দ

অত্যাচার নির্যাতন

অশান্তি শান্তির অভাব

হুংকার চিৎকার

অতিষ্ঠ অস্থির হয়ে

থাকা, স্থির থাকা

দুঃসাধ্য এমন

ক. সিংহের অত্যাচারে অন্য প্রাণীরা………. হয়ে উঠেছে।

খ. তার শক্তির…………. দেখে সবাই ভয় পায়।

গ. সিংহটাকে শায়েস্তা করতে পেরে সবাই…………. মেতে ওঠে।

ঘ. শক্তিশালী প্রাণীর…………. শিয়াল লেজ গুটিয়ে নেয়।

ঙ. শিয়ালের বুদ্ধিতে সবার…………দূর হয়।

উত্তর: ক) অতিষ্ঠ খ) দাপট গ) উল্লাসে ঘ) হুংকারে ঙ) অশান্তি।

প্রশ্ন ২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

ক) কার অত্যাচারে বনের অন্য প্রাণীরা অতিষ্ঠ হয়ে ওঠে? অন্য প্রাণীদের অতিষ্ঠ হয়ে ওঠার বিবরণ চারটি বাক্যে লেখো।

উত্তর: সিংহের অত্যাচারে বনের অন্য প্রাণীরা অতিষ্ঠ হয়ে ওঠে। অন্য প্রাণীদের অতিষ্ঠ হয়ে ওঠার বিবরণ নিচে দেওয়া হলো-

u সিংহের হুংকারে বনের অন্য পশুরা অতিষ্ঠ হয়ে ওঠে।

u সিংহের প্রচণ্ড শক্তির অহংকারে বনের অন্য পশুরা অতিষ্ঠ হয়ে ওঠে।

u শক্তির কারণে সিংহ ছিল অহংকারী।

u সিংহটি ছিল অত্যাচারী।

খ) কার হুংকারে বনের পশুদের ওপর অশান্তি নেমে আসে? অশান্তি দূর করার জন্য অন্য পশুরা যে পদক্ষেপ নেয়, তা চারটি বাক্যে বর্ণনা করো।

উত্তর: সিংহের হুংকারে বনের পশুদের ওপর অশান্তি নেমে আসে। এই অশান্তি দূর করার জন্য অন্য পশুদের নেওয়া পদক্ষেপ নিচে বর্ণিত হলো—

u অন্য প্রাণীরা সিংহের অত্যাচার বন্ধের জন্য পরামর্শ করে।

u বিশেষ করে বাঘ, ভালুক, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সিংহকে শায়েস্তা করার জন্য পরামর্শ করে।

u অনেক চিন্তা-ভাবনার পরও তারা অত্যাচার বন্ধের পথ খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে।

u অবশেষে অন্য পশুরা মিলে অশান্তি দূর করার জন্য সিংহকে একটি খাঁচার মধ্যে বন্দী করে রাখে।

গ) অন্য পশুরা অত্যাচারী সিংহকে কিসের মধ্যে বন্দী করে রাখে? সবাই কার হাত থেকে বাঁচার সুযোগ পায়? সবার আনন্দ-উল্লাসে মেতে ওঠার কারণ তিনটি বর্ণনা করো।

উত্তর: অন্য পশুরা অত্যাচারী সিংহকে খাঁচার মধ্যে বন্দী করে রাখে। সবাই সিংহের হাত থেকে বাঁচার সুযোগ পায়। সবার আনন্দ-উল্লাসে মেতে ওঠার কারণ—

u পশুগুলো মিলে সিংহকে একটি খাঁচার মধ্যে বন্দী করে।

u সিংহ বন্দী হওয়ায় সবাই সিংহের অত্যাচার থেকে বাঁচে।

u বনে আর অশান্তি না থাকায় সবাই আনন্দ-উল্লাসে মেতে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *