পঞ্চগড়ের তীব্র শীত বিপর্যস্ত জনজীবন

ছবি : ভোরের পত্রিকা

স্টাফ রিপোর্টার :

এদিকে শীত বস্ত্রের অভাব ও অন্যদিকে কাজের সুযোগ কমে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছে হতদরিদ্ররা। দ্রুত তারা সরকারি-বেসরকারি সহায়তা চেয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।সকালে দুর্ঘটনা এড়াতে পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে। এদিকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা পাওয়া যাচ্ছে। বিকেলে গড়িয়ে সন্ধ্যা হলেও যে যার মতো কাজকর্ম শেষ করে বাড়ি ফিরছেন।

সদর উপজেলার কামত কাজলদীঘি ইউনিয়নের সরকার পাড়া গ্রামের জাফর আলী জানান  , পঞ্চগড়ে এবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মোটা কাপড়েও ঠান্ডা মানছে না এবং আগুন পোহাচ্ছি তবুও ঠান্ডা লাগছে। ঠান্ডার জন্য রাস্তায় চলাফেরা করা যাচ্ছ। আমলা হাটের দিন মুজর বজলুর রশিদ জানান কেউ আমাদের খোজ খবর নেয় না। মেম্বার চেয়ারম্যানরা তো আমাদের দেখতে আসে না শীতবস্ত্র দেয় না। ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে দিনযাপন করতে হচ্ছে।পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় নিউজকে জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *