জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচি পালন করে বিএনপি, এর সহযোগী অঙ্গ সংগঠন। প্রতিনিধিদের পাঠানো খবর।

সরাইল: গতকাল বুধবার বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে এবং সদস্যসচিব নুর আলমের সঞ্চালনায় এতে প্রধান ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুল ইসলাম ঠাকুর। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার, উপজেলা বিএনপির নেতা কাজল মিয়া, মো. জাকারিয়া, আবু তাহের, ডিএম আলী, ফারুক হোসেন, ছাত্রদল নেতা জামাল লস্কর, মীর ওয়ালিদ প্রমুখ।

মিলাদ মাহফিলের পর জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নবীনগর: নবীনগরে অসহায়দের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বুধবার বিকেলে নবীনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নবীনগর উপজেলা শাখা, পৌর এবং কলেজ শাখার নেতারা এসব খাবার বিতরণ করেন।

এ সময় নবীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির হামজা হীরা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক গোলাম সামদানী হৃদয়, সদস্যসচিব সাদ সজীব, জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক তফিকুল ইসলাম তপুসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শাহরাস্তি: চাঁদপুরের শাহরাস্তিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার বাদ আসর শাহরাস্তি পৌর বিএনপির উদ্যোগে সদরের গুলাছি বাড়ি জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো. আবুল খায়ের, উপজেলা বিএনপির সহসভাপতি শাহ্ মোহাম্মদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, মরহুম ছিদ্দিকুর রহমানের বড় ছেলে শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, বিএনপি নেতা শফিকুর রহমান, সোলাইমান রায়হান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন গুলাছি বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *