বন্ধু হতে চেয়ে চেলসির শত্রু বলে গণ্য হচ্ছেন লুকাকু

আগেই বলা হয়েছে, এ ম্যাচে পুলিসিক আর জিয়াশকে অনেকটা ‘নাম্বার টেন’ হিসেবে খেলাতে চেয়েছিলেন টুখেল। যেখানে দুজনই প্রয়োজন অনুযায়ী কখনো নাম্বার টেন, বা কখনো উইংব্যাক হিসেবে খেলতে পারেন। কিন্তু দুজনের কেউই ঠিকভাবে প্রেসও করতে পারেন না, যে কারণে সিটির ফুলব্যাক জোয়াও কানসেলো মাঝমাঠে অনেক জায়গা পেয়ে যাচ্ছিলেন। সিটির একমাত্র গোলটাও এসেছে কানসেলোর সহায়তা থেকেই। শুধু তাই নয়, মাঝমাঠ থেকে দুই সেন্ট্রাল মিডফিল্ডার মাতেও কোভাচিচ আর এনগোলো কান্তে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণ শুরু করতে চাইলেও জিয়াশ আর পুলিসিকের কারণে সেটা হচ্ছিল না।


আবারও আসা যাক লুকাকু প্রসঙ্গে। কিছুদিন আগে স্কাই স্পোর্তস ইতালিয়াকে দেওয়া মহা বিতর্কিত সেই সাক্ষাৎকারে টুখেলের পছন্দের ৩-৪-৩ ছকে একক স্ট্রাইকার হিসেবে খেলতে তাঁর অসুবিধার কথা জানিয়েছিলেন লুকাকু। গত রাতের ম্যাচ সে অসুবিধাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আরেকবার। দীর্ঘদেহী ও শক্তিশালী গড়নের হওয়ার কারণে একক স্ট্রাইকার হিসেবে লুকাকু সফল হবেন, বক্সে দাঁড়িয়ে লম্বা পাস বা উড়ন্ত বলগুলো দখলে এনে গোল করবেন, শক্তির খেলায় ডিফেন্ডারদের হারাবেন, এমন একটা গৎবাঁধা ধারণা সব সময়ই ছিল। কিন্তু সে কাজে লুকাকু বরাবরই ব্যর্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *